ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ২:০১ অপরাহ্ন

শিরোনাম

আজ থেকে টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

  • আপডেট: Thursday, January 1, 2026 - 12:23 pm

নিজস্ব প্রতিবেদক।। পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে।

ইতোমধ্যে পাঁচ ব‍্যাংকের স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায় সবকিছুর সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে আইনগতভাবে হস্তান্তর করা হয়েছে। আজ থেকে নিয়মানুযায়ী পাঁচ ব‍্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমা থাকলে পরে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা উত্তোলনের সুযোগ মিলবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।