ঢাকা | নভেম্বর ২০, ২০২৪ - ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম

আগামী তিন দিনের মধ্যে রাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ : হাইকোর্ট 

  • আপডেট: Tuesday, November 19, 2024 - 1:24 pm

জাগোজনতা ডেস্ক :  ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বর্তমানে সব মিলিয়ে প্রায় ১২,০০,০০০ রিকশা চলাচল করছে ঢাকা মহানগরীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। এছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।

ঢাকাসহ সারা দেশে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। অলিগলিসহ মূল সড়কে এসব রিকশার দাপটে ভেঙে পড়েছে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, সড়কে বর্তমানে চলছে অন্তত ১২ লাখ অটোরিকশা। তবে এর প্রকৃত সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলছেন পরিবহন বিশেষজ্ঞরা।
মূল সড়কে চলাচলের অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান। গত দু’মাসে লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।