ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ৮:১৪ অপরাহ্ন

শিরোনাম

আইনজীবী আলিফ হত্যা: ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • আপডেট: Sunday, January 11, 2026 - 11:57 am

জাগো জনতা অনলাইন।। চট্টগ্রাম আদালতের অদূরে আইনজীবী আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার রাতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাকে চট্টগ্রাম মহানগরীর লালদিঘী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। এসময় চিন্ময় অনুসারীরা আদালত চত্বরে ভাংচুর ও তাণ্ড চালায়। বিক্ষোভের একপর্যায়ে আদালতের অদূরে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।