অস্ত্র চোরাচালান ঠেকাতে স্থানীয়দের সাথে বিজিবির জনসচেতনতা সভা
মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে জনসচেতনতা মূলক সভা করেছে বিজিবি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় দুর্গম সীমান্তবর্তী গ্রাম নিউথাংনাক পাড়ায় স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে জনসচেতনতা মূলক সভা করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
এই জনসচেতনতা মূলক সভায় নিউথাংনাক বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম অংশগ্রহণ করেন।
এসময় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান ঠেকাতে স্থানীয়দের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। চোরাচালান ঠেকাতে বিজিবির পাশাপাশি গ্রামবাসীও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।











