অসহায় বিধবা রানু বেগমের পাশে বিজিবি, ঘর নির্মাণের জন্য পেল ঢেউটিন
বরকল (রাঙামাটি) প্রতিনিধি।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছে। আজ ২৫ জানুয়ারি, রবিবার ২০২৬ তারিখে বরকল ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।
রবিবার সকাল ১১.০০টায় ব্যাটালিয়ন সদরে বরকল উপজেলার কলাবুনিয়া গ্রামের হতদরিদ্র বিধবা নারী মোছা: রানু বেগমকে বসতঘর নির্মাণের জন্য ০৩ বান ঢেউটিন অনুদান প্রদান করা হয়। রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাঁর খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় ৪৫ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বরকল জোন কমান্ডার বলেন, বরকল জোন বিশ্বাস করে, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক সমন্বয়, আস্থা ও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কার্যক্রম সেই প্রচেষ্টারই একটি বহিঃপ্রকাশ। এই সহায়তার মাধ্যমে মোছা: রানু বেগমের বাসস্থানের সমস্যা অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।











