অশ্রুসিক্ত বিদায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শাহদাৎ হোসেনের
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানের থানচি উপজেলার থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু শাহদাৎ হোসেন শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের শ্রদ্ধায় অশ্রুসিক্ত এক বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে শিক্ষকতা জীবনের ইতি টানলেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগে কান্নায় ভেঙে পড়েন। ১৭ বছর ধরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন শাহদাৎ হোসেন। পাঠদান, নৈতিকতা ও ব্যক্তিত্বের গুণে তিনি সবার প্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনির হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া এবং বিদায়ী শিক্ষক শাহদাৎ হোসেন নিজেও আবেগঘন বক্তব্য দেন।
বক্তব্য দিতে গিয়ে সহকর্মী শিক্ষক মিজানুর রহমানসহ উপস্থিত অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে থানচি কলেজের অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেন তাঁদের প্রিয় শিক্ষক মো. আবু শাহদাৎ হোসেনের হাতে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, তাঁর মতো নিবেদিতপ্রাণ শিক্ষক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয় ছিল—তিনি বিদ্যালয়ের ইতিহাসে থেকে যাবেন সবার হৃদয়ে।











