অর্ধশতাব্দীর গৌরবময় পথচলা; বান্দরবানে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপিত
জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
শনিবার ০৫ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা কর্তৃক বেলুন উড়ানোর মাধ্যমে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। পরে জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বিভিএমএস-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান জেলার জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বিভিএমএস। এ সময় তিনি ভিডিপি দিবসের তাৎপর্য তুলে ধরে সদস্যদের উদ্দেশ্যে বলেন,
“‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়। এটি একটি সুশৃঙ্খল বাহিনী। বাহিনীর নিয়ম-কানুন মেনে দায়িত্ব পালন করতে হবে এবং বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজে জড়ানো যাবে না।”
তিনি আরও বলেন, ভিডিপি সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে করে দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন। দুর্যোগ মোকাবিলায় ভিডিপি সদস্যরাই প্রায়শই সবার আগে মাঠে নামেন এবং দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জেলা কমান্ড্যান্ট বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের আরও তৎপর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বা
ন্দরবান জেলার সাতটি উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা ও দলনেত্রীসহ মোট ১৫০ জন ভিডিপি/টিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আবিদুল ইসলাম শিমুল, বান্দরবান জেলার সাত উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ।











