ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম

অভিযাত্রী লেখক-পাঠক মতবিনিময় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত 

  • আপডেট: Tuesday, October 3, 2023 - 12:27 pm
সজল চৌধুরী।।
অভিযাত্রী পত্রিকার লেখক-পাঠক মতবিনিময় ও গুণীজন সংবর্ধনা  চট্টগ্রাম একাডেমিতে গত সোমবার ২ অক্টোবর ড.মোশাররফ হোসেনের সভাপতিত্বে, টেলিভিশন ও বেতারের উপস্থাপক দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ (অব),মোঃ জসিম উদ্দিন ভুঁইয়া,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা  ফজল আহমদ,অতিথি ছিলেন বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চ এর চেয়ারম্যান লায়ন দুলাল কান্তি বড়ুয়া,সীতাকুণ্ড তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ জাহেদুর করিম বাপ্পি,অভিযাত্রী পত্রিকার উপদেষ্টা কর আইনজীবী কতুব উদ্দিন,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ওচমান জাহাঙ্গীর,আরো বক্তব্যে প্রদান করেন সাংবাদিক মুজিব উল্লাহ তুষার,অপরাজেয়-বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগম, কবি -লেখক ও মানবাধিকার কর্মী তামান্না মিতি,এভভোকেট হসাইন মামুন জোয়ার্দ্দার,কর আইনজীবী মামুনুর রশীদ,এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, কবি ও লেখক নুরুন নেসা, সংগঠক জাহাঙ্গীর আলম পাটোয়ারী,এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী,অভিযাত্রী পত্রিকার সম্পাদক এম.এইচ সোহেল। অনুষ্ঠানে অভিযাত্রী পত্রিকার লেখক-পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। অভিযাত্রী একটি শিক্ষা,আইন ও কর বিষয়ক পত্রিকা ২০১২ সাল থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশ হচ্ছে।