ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ১০:০১ অপরাহ্ন

শিরোনাম

অবৈধভাবে টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা

  • আপডেট: Sunday, January 25, 2026 - 7:55 pm

মো. আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে টপ সয়েল কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বেতছড়ি এলাকায় একটি জমিতে অবৈধভাবে টপ সয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শাহিন নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ জানান, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষার স্বার্থে অবৈধভাবে টপ সয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।