অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগের তিন নেতা আটক
খাগড়াছড়ি প্রতিনিধি।
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, শনিবার রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব এবং যুবলীগ নেতা মো. রুবেলকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-টু অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।











