ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ১১:১২ অপরাহ্ন

শিরোনাম

অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ লেগেই আছে — ভিপি বাহাদুর

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 9:44 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেছেন, গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়ন কক্সবাজারের একটি ঐতিহ্যবাহী এলাকা। এ এলাকা থেকে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য জেলার খাদ্য চাহিদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ায় কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারছেন না। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ লেগেই আছে।

তিনি বলেন, এ এলাকায় উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার জন্য দূর-দূরান্তে যেতে হচ্ছে। বিশেষ করে নারীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় আমাদের নারী শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনে আল্লাহর ইচ্ছায় আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে গর্জনিয়া-কচ্ছপিয়াবাসীর বিদ্যমান সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। আমরা এ জনপদের মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। অতীতে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা বারবার মিথ্যা ও মনভোলানো কথা বলে ভোট নিয়েছেন, কিন্তু প্রকৃত উন্নয়নে কাজ করেননি। আমরা আশ্বস্ত করছি, গর্জনিয়া-কচ্ছপিয়াবাসীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতের উন্নয়নে সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে বঞ্চিত মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করব।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও দেশের মানুষকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে গর্জনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সমাজসেবক ও আলেমেদ্বীন মাওলানা মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, জাতীয় ছাত্রশক্তির জেলা সদস্যসচিব জায়েদ বিন আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ ও ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ নাসিম।

পথসভায় যোগদানের উদ্দেশ্যে সকাল থেকে শহীদুল আলম বাহাদুর কাউয়ারখোপ ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করে গর্জনিয়া বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। পরে কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে মাদ্রাসা মাঠের পথসভায় যোগ দেন। সভাটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।