অতিরিক্ত ভাড়া আদায়, চার বাস কাউন্টারকে জরিমানা

ইউসুফ আলী খান।। আর মাত্র কয়েক ঘন্টা পর মুসলমানদের বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব পালন করার জন্য নাড়ীর টানে বাড়ী যাওয়া মানুষের ঈদ যাত্রার শেষের দিকে ভোগান্তি রোধে ও ভাড়া বৃদ্ধির অভিযোগে আশুলিয়ার বাসস্ট্যান্ড গুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় চার কাউন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ই মার্চ) সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলে তাদের অভিযোগ শুনেন।
জানা যায়, ভাড়া বৃদ্ধি সহ ভোগান্তির রোধে বেশ কিছু কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী কয়েকটি কাউন্টারে ভাড়া বৃদ্ধিসহ দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষায় রাখার অভিযোগ পাওয়া যায়। পরে নবীনগর ও বাইপাইলের মোট চারটিতে আর্থিক জরিমানা আদায়সহ বেশ কিছু কাউন্টারে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে নবীনগর ও বাইপাইল কাউন্টার গুলোতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় চারটি কাউন্টার কে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকিদের সতর্ক করা হয়েছে।