অটিস্টিক শিশুদের পাশে সহমর্মিতার হাত: নতুন আশার আলো ছড়াচ্ছে পিইউএম

নিজস্ব প্রতিবেদক।। অটিস্টিক শিশুদের নীরব কণ্ঠস্বর অনেক সময়ই ভাষার চেয়ে গভীর বার্তা বহন করে তাদের নিষ্পাপ, অনুসন্ধানী চোখ যে কাউকে নাড়িয়ে দেয় অন্তরের গভীরে। দীর্ঘদিন ধরে ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে সন্তানদের সেবা দিতে দিতে অনেক বাবা-মা প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন। সেই পরিবারগুলোর জীবনে নতুন আলো ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে পিইউএম বিশেষজ্ঞদের একটি নিবেদিতপ্রাণ দল।
সম্প্রতি নিশ্পাপ অটিস্টিক স্কুল, অর্কো এবং ওপিসিএ-তে পিইউএম-এর প্রশিক্ষকরা ফিজিওথেরাপিস্টদের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। তারা শুধু শিশুদের সহযোগিতা করেননি, বরং অভিভাবকদের ঘরে বসেই কীভাবে কার্যকরী সেবা দেওয়া যায়, সেই কৌশলও হাতে-কলমে শিখিয়েছেন। এই প্রশিক্ষণগুলো অভিভাবকদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেছে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে।
এই ফলাফল সত্যিই হৃদয়স্পর্শী। যারা একসময় আশাহীন হয়ে পড়েছিলেন, তারা আজ আবার নতুন শক্তি খুঁজে পাচ্ছেন। শিশুরাও পাচ্ছে যত্ন, যা গড়ে উঠেছে আরও বেশি বোঝাপড়া এবং ভালোবাসার ভিত্তিতে। এগুলো শুধু প্রকল্প নয় এগুলো সহমর্মিতার জীবনরেখা, যা হতাশাকে রূপান্তর করছে দৃঢ়তায় এবং স্পর্শ করছে প্রতিটি হৃদয়কে।
পিইউএম বিশ্বাস করে, এই ধরনের উদ্যোগই প্রকৃত উন্নয়নের প্রতীক যেখানে পরিবর্তনের সূচনা হয় সহানুভূতি দিয়ে এবং তা বিকশিত হয় জ্ঞানের মাধ্যমে।