ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

২১ বছর পর পাকিস্তানের মাটিতে মুশফিকের সেঞ্চুরি

  • আপডেট: Saturday, August 24, 2024 - 7:26 am

জাগো জনতা স্পোর্টস ডেস্ক।। ২০০৩ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। মুলতান টেস্টের কথা তো সবারই মনে আছে। তবে পেশোয়ার টেস্টেও বাংলাদেশ দুর্দান্ত অবস্থানে ছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩১০ রান করে ফেলা বাংলাদেশ সে ম্যাচ পরে হেরেছিল শোয়েব আখতারের অবিশ্বাস্য একটি স্পেলে।

পেশোয়ার টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ৯৭ রান করে আউট হয়েছিলেন হাবিবুল বাশার। তবে জাভেদ ওমর বেলিম থামার আগে ১১৯ রান করেছিলেন। এরপর পাকিস্তানের মাঠে টেস্টে আর সেঞ্চুরি পাননি বাংলাদেশের কেউ। ২১ বছরের খরা কাটালেন মুশফিকুর রহিম। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি করেছেন সাবেক অধিনায়ক।

আজ মুশফিকের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম সেশনে ৬ উইকেটে ৩৮৯ রান তুলেছে। মুশফিক ১০১ রানে অপরাজিত।

পাকিস্তানের মাটিতে এর আগে বাংলাদেশের পক্ষে দুজন সেঞ্চুরি করেছেন। ২০০৩ সালেই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার। করাচি টেস্টে ১০৮ রানের পর পেশোয়ারেও সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন। গতকাল তাঁর মতোই নার্ভাস নাইন্টিজের দুঃখ পেয়েছেন সাদমান ইসলাম। আজ মুশফিক আর সে ভুল করেননি।

২০০৩ সালের পর বাংলাদেশ অবশ্য মাত্র একবারই পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ করেছে। ২০২০ সালের একমাত্র টেস্টে শুধু এক ব্যাটসম্যান পঞ্চাশ পার করতে পেরেছিলেন।

ঠিক ২০০ বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন মুশফিক। ১২টি চারে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। ৪ উইকেট হাতে ৫৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। টেস্টের আর ৫ সেশন বাকি।