ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১:১৮ অপরাহ্ন

শিরোনাম

১৬ সেপ্টেম্বর সাভার মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট: Tuesday, August 22, 2023 - 3:26 pm

সাভার থেকে এইচ এম সাগর: সাভারের আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করায় মহাসড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। দুপুরে সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এসময় আরও বলেন, বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় খানা খন্দের কারণে বৃষ্টিতে মহাসড়কে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সেই সাথে যানজট দেখা দিচ্ছে। সব মিলিয়ে মহাসড়কে চলাচলরত মানুষ জনের দুর্ভোগ হচ্ছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। খুব শীঘ্রই মহাসড়কটিতে কাজ করা হবে, যাতে কোন দুর্ভোগ না থাকে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর সাভারে মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এক’শ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে কাজ শুরু হবে। মেট্রোরেল হলে এই মহাসড়কে যানজটসহ দুর্ভোগ কমে আসবে বলেও বলেন তিনি। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণি সম্পদ গ্রবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শন করেন। এসময় সংশ্রিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্র্মকর্তারা উপস্থিত ছিলেন।