ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৫:৫৫ পূর্বাহ্ন

১৬ বছর পর বাঘাইছড়িতে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন

  • আপডেট: Saturday, August 31, 2024 - 5:39 pm

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি, প্রতিনিধি।।

দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রকাশ্যে শিবালয়ে কর্মী সম্মেলন করল বাংলাদেশ জামায়াত ইসলামীর বাঘাইছড়ি উপজেলা শাখা।

সম্মেলনে রাঙ্গামাটি জেলা শাখার এসেস্টেন সেক্রেটারি মানছুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালেম সরকারের আবির্ভাব হয়।আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নির্যাতন চালাই।যে কারণে আমরা এত দিন কথা বলতে পারেনি। ৫ আগস্ট জালেম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারেনি। দারি-টুপিয়ালা মানুষদেরকে ওই জালেম সরকারের লোকজন অনেক মুসলিম ভাইদেরকে লাঞ্চিত করেছে। আল্লাহ তার বিচার করেছেন।তাই দীর্ঘ দিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি।তিনি আরো বলেন,জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে কোন ব্যাক্তি সার্থের জন্য নয়।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯ ঘটিকায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে এ কর্মী সম্মেলনের আয়োজন করেন ।

এতে জামায়াতে উপজেলা সভাপতি মোঃ কবির আহমেদ এর সভাপতিত্বে, উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আবসার হোসেন এর সঞ্চায়লনায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রহমতুল্লাহ, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, পৌর শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ ইমরান হোসেন, প্রমুখ।