১৬ ঘন্টা পর থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা,বাজারে ফাঁকা গুলি
মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।
বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে হামলার পর এবার থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে কেএনএফ সন্ত্রাসীরা হামলা করেছে। এঘটনার সময় সোনালী ব্যাংক ও বাজারের আশপাশে ফাকা গুলিবর্ষণ করেছে তারা।
বুধবার (৩এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, চাকুরীজীবিদের ঈদের বেতন ও বোনাস ব্যাংকে আনার পর তাতে নজর দিয়েছে সন্ত্রাসীরা। দুপুরে একদল সন্ত্রাসী আনুমানিক ৪০-৪৫ জন থানিচির সাইজন বম পাড়া এলাকার রাস্তা দিয়ে ট্রাক যোগে এসে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হানা দেয়। এসময় তারা বাইরে ফাকাগুলি চালিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এসময় ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি স্থানীয়দের।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন বলেন, থানচিতে ব্যাংকে সন্ত্রাসীরা হানা দিয়েছে। এছাড়া ফাঁকাগুলির ঘটনাও ঘটেছে। তবে কত টাকা লুট হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় আহতেরও খবর পাওয়া যায়নি।
এইপ্রেক্ষিতে বান্দরবানের সকল ব্যাংকের কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয়া হয়েছে,ফলে মানুষের চরম দুর্ভোগ বেড়েছে।