ঢাকা | নভেম্বর ৫, ২০২৪ - ৭:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

  • আপডেট: Sunday, June 25, 2023 - 5:09 am

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরতলীর কালারডুবা এলাকার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুহান মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান মিয়া হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের শামীম মিয়ার পুত্র।

জানা যায়, মোটরসাইকেল আরোহী রুহান কালারডুবা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় রুহানের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা। তাকে শেষ বারের মতো একবার দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন তারা।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মুর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।