ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:০১ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে নারী শিক্ষার বিকল্প নেইঃ ব্যারিস্টার আনিসুল ইসলাম

  • আপডেট: Wednesday, October 18, 2023 - 8:19 am

মীর মোঃ শাহজাহান, চট্টগ্রামম।।

জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্মার্ট বাংলাদেশ করার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে নারী শিক্ষার বিকল্প নেই। সমাজের অর্ধেক নারী অর্ধেক পূরুষ। দেশের অর্ধক মানুষকে বাদ দিয়ে কোন অবস্থায় সার্বিক  উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়ন আন্তরিকতার সাথে কাজ করছেন।

তিনি ১৭ অক্টোবর ( মঙ্গলবার) হাটহাজারী ফতেয়াবাদ মহাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার, অডিটোরিয়াম, শ্রেনী কক্ষের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কান্তি দে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক যথাক্রমে ইউনুস গনি চৌধুরী ও মঞ্জুরুল আলম চৌধুরী,  ওসি মোঃ কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ছাত্র নেতা মোহাম্মদ হাসান, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বিকাশ  নন্দী, অঞ্জন চৌধুরী, মিলন কান্তি চৌধুরী, প্রধান শিক্ষক (অবঃ) অমর নাথ চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী ও  রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ এনামুল হক।

ফতেয়াবাদ বালক উচ্চ বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করা হয় এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে। জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উদ্বোধন শেষে বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন স্কুল কার্যকরী কমিটির সভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন,  প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে পরিচালনা পরিষদের  সদস্য মোহাম্মদ আলি ফারুক চৌধুরী, মোহাম্মদ ইমরান, লোকমান হাকিম, জানে আলম জিসান, রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্ব  ইউনুস গনি, মনজুর আলম চৌধুরী ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ।উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ শফিউল আজম অনুষ্ঠান  সঞ্চালনা করেন।

সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পূর্বাহ্নে প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মত দাতারাম চৌধুরী সড়কে আনুষ্ঠানিক  উদ্বোধন, ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বড় দিঘির পাড় মদুনাঘাট সড়কের উন্নয়ন কাজের, ৫১ লাখ টাকা ব্যয়ে বড়মিরা পাড়া সড়কের, ৩  কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ফতেয়াবাদ সিটি করপোরেশনের বালিকা উচ্চ ২ টি নতূন ভবনের, ৩ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ফতেয়াবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভবনের, ৩৪ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব ছড়ারকুল ফয়েজুল রহমান সড়ক ও হযরত দায়মুদ্দিন শাহ সড়ক এবং বশির উল্লাহ (রঃ) সড়ক উন্নয়নের এবং ৭২ লাখ টাকা ব্যয়ে নন্দীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন।