ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

স্বল্প বাজেটে আপনার ঘর আভিজাত্য ও সৌন্দর্যে পরিপূর্ণ করবে ঢাকা হোম ডেকর ফার্নিচার

  • আপডেট: Monday, March 11, 2024 - 9:00 am

জাগো জনতা ডেস্ক ।।  আভিজাত্য ও সৌন্দর্যে পরিপূর্ণ হোক আপনার ঘর। স্বল্প বাজেটের মধ্যে

আপনার ,লিভিংরুম,, ড্রয়িংরুম ,কিচেন,বারান্দা এবং  অফিস রুমের সৌন্দর্য বাড়াতে ইউরোপিয়ান আদলের ফার্নিচার নিয়ে এসেছে, ঢাকা হোম ডেকর ফার্নিচার।

ঢাকা শহরের বেশিরভাগ ফ্ল্যাটের স্পেস একটু কম হয়ে থাকে সেই বিষয়টা প্রাধান্য রেখেই, ২০১৭ সাল থেকে ঢাকা হোম ডেকর লো স্পেস ফার্নিচার তৈরি করে আসছে। তাছাড়া এখনকার মানুষ সবাই কর্মব্যস্ত থাকে সেই কথা ও চিন্তা করে, তারা অনলাইনে সহজে অর্ডার করার সিস্টেমটি চালু করেছে, এর ফলে আপনার সাধ্যের মধ্যে সকল প্রকার ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারেন ঘরে বসে, এবং পাশাপাশি কাস্টমারের কোন সমস্যা বা কষ্ট ছাড়াই ফার্নিচার হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে তারাই।

★ ঢাকা হোম ডেকর ফার্নিচারের বৈশিষ্ট্যসমূহ গুলো।
*১০০% মান সম্পন্ন কাঠ ও প্রসেস উডের
*নিজস্ব কারখানায় তৈরি করা হয়।
*সকল প্রকার কাস্টমাইজ সুযোগ সুবিধা রয়েছে।
*সব ধরনের কালার এবং সাইজ ইচ্ছেমতো নেয়ার সুযোগ রয়েছে।
*প্রতিটি ফার্নিচার তারা দিচ্ছে ১০ থেকে ২০ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ।
* কানাডিয়ান পাইন উড, বারমাটিক সেগুন, মেহেগুনি,, মালোয়শিয়ান প্রসেস উড, ল্যমেনেটেড বোর্ড, এগুলো দিয়ে তৈরি করে থাকে।

 

(কাস্টমারদের চাহিদা অনুযায়ী)
এই সুবিধা গুলো পেতে হলে আপনারা অবশ্যই তাদের ফেসবুক পেজটিতে যোগাযোগ করতে পারেন।
পেজ লিংক —
https://www.facebook.com/Dhakahomedecore