ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম

সৌন্দর্য নষ্ট করে পোস্টার ব্যানার লাগালেই জরিমানা: ডিএনসিসি প্রশাসক

  • আপডেট: Monday, February 17, 2025 - 1:10 pm

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসি ব্যানার সম্পূর্ণ নিষেধ, এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে।

ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে জানিয়ে তিনি বলেন, দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে। ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় তিনটি অবৈতনিক উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে। বায়োডাইভারসিটি (জীববৈচিত্র্য) কমিটি, ডায়াসপোরা (প্রবাসী) কমিটি এবং সাধারণ কমিটি।

সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম প্রমুখ।