ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১২:৩৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী

  • আপডেট: Monday, October 16, 2023 - 3:09 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল।।

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামী আমিনুল ইসলাম লিটন (২৬) এর গোপনাঙ্গ কেটে দিয়েছে তার প্রথম স্ত্রী

রোববার ১৫ অক্টোবর দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্ৰামে এ চ

রোববার (১৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আমিনুল ইসলাম লিটন ওই গ্রামের মজির উদ্দিন প্রামাণিকের পুত্র।

স্বজনরা জানায়, সাত বছর আগে বিয়ে করেন আমিনুল ইসলাম লিটন। তাদের সংসারে এক পুত্র ও এক মেয়ে আছে। এ অবস্থায় প্রায় ২/৩ থেকে একই ইউনিয়নের এক তরুণীর সঙ্গে পরকীয়া করেন লিটন। গত শনিবার রাতে ওই তরুণীকে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসেন।

এরই জেরে প্রথম স্ত্রী স্বামী লিটনের গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত লিটনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে প্রথম স্ত্রী পলাতক রয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)

ডাক্তার রেজোয়ান আহমেদ বলেন, স্বজনরা রোগীকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এমন আজমিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।