ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৮:১৩ অপরাহ্ন

শিরোনাম

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

  • আপডেট: Saturday, December 9, 2023 - 1:43 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে সাজিদ মিয়া (২০) ও জুয়েল রানা (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের হান্নানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রংপুর জেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাজিদ ও জুয়েল বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে হান্নানের মোড় এলাকায় রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। এব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।