ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ১:৫৬ পূর্বাহ্ন

সীমা থাকছে না ব্যাংক থেকে টাকা উত্তোলনের

  • আপডেট: Saturday, September 7, 2024 - 3:26 pm

জাগো জনতা অনলাইন।। ব্যাংকে টাকা উত্তোলনের ক্ষেত্রে এখন আর কোনো সীমা থাকছে না। আগামীকাল রোববার থেকে ব্যাংকে যতো ইচ্ছা ততো টাকা উত্তোলন করা যাবে। শনিবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, একজন গ্রাহক ব্যাংক থেকে দৈনিক ৫ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা থেকে সরে এল বাংলাদেশ ব্যাংক।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে এ সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।