ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৪৫ অপরাহ্ন

সীতাকুণ্ডে নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামী গ্রেফতার

  • আপডেট: Tuesday, September 12, 2023 - 1:26 pm

এম, ইব্রাহিম খলিল সীতাকুণ্ড প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার  সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে  অফিসারগণ বিশেষ অভিযান পরিচালনা করে বিএনপি জামাতের নাশকতার ০৩টি মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল ০১। কাউছার আলম সুজন প্রঃ সাদ্দাম, পিতা- আবুল কাশেম মেম্বার, সাং- দক্ষিণ রহমনগর,  মুরাদপুর, থানা-সীতাকুন্ড,  ০২। মোঃ মহিউদ্দিন জসিম, পিতা- হাজী শফিউল আলম, সাং- পূর্ব মুরাদপুর, পেশকারপাড়া,  থানা-সীতাকুন্ড,  তিনটি নাশকতা মামলার সাজাপ্রাপ্ত আসামী ০৩। আনোয়ার হোসেন, পিতা- ফরিদ আহম্মদ, সাং- পন্থিছিলা, থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম, সিআর সাজাপ্রাপ্ত আসামী ০৪। লিটন বনিক, পিতা- মৃত বিষ্ণু বনিক, সাং- আলো জুয়েলার্স (বাড়বকুন্ড নামার বাজার)  মধ্যম মাহমুদাবাদ, বাড়বকুন্ড, থানা-সীতাকুন্ড।
০৫। সেলিম উদ্দিন মেম্বার, পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- মধ্যম মাহমুদাবাদ, ৪নং ওয়ার্ড, বাড়বকুন্ড, থানা-সীতাকুন্ড, বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বিএনপি নাশকতা বিস্ফোরকদ্রব্যসহ ০৮ মামলার পলাতক আসামী।
০৬। মোঃ বাবলু, পিতা- আব্দুর রউফ সদাওগার, সাং- দীঘিরনামা, বাড়বকুন্ড, থানা-সীতাকুন্ড(জিআর পরোয়ানাভুক্ত)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমেদ বলেন বিশেষ অভিযান অব্যহত আছে।