ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:১৯ অপরাহ্ন

শিরোনাম

সিরিয়ায় মাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

  • আপডেট: Friday, July 28, 2023 - 5:09 am

অনলাইন ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে একটি শিয়া মাজারের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ।

পবিত্র আশুরার একদিন আগে বৃহস্পতিবার এই ঘটনা ঘটল।

বিস্ফোরণস্থলের কাছাকাছি অবস্থিত এই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর (রা.) কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান এবং এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে জানায়, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগে থেকেই বোমা’ রাখার পর সেখানে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে হতাহতের পরিসংখ্যান ও সেখানকার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

লন্ডন-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দীর্ঘ ১৩ বছর ধরে সিরিয়ায় সংঘাত চলছে এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা, আরব নিউজ, মিডল ইস্ট আই