ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৪:২৫ পূর্বাহ্ন

সামাজিক সংগঠন আশুলিয়া উন্নয়ন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত 

  • আপডেট: Thursday, January 18, 2024 - 6:16 pm

ইউসুফ আলী খান।।

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অরাজনৈতিক সামাজিক সংগঠন” আশুলিয়া উন্নয়ন ফোরাম” মাসিক সাধারণ আলোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়।

শনিবার ( ১৩ জানুয়ারী ) বেলা ১১ ঘটিকায় আশুলিয়ার প্রাণকেন্দ্র জামগড়ার ফ্যান্টাসী কিংডমের লিয়া কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

আশুলিয়া উন্নয়ন ফোরাম এর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আশুলিয়া উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ আব্দুল ওহাব, রহিম উদ্দিন আহমেদ, আব্দুল গফুর দেওয়ানসহ প্রমুখ ।

আশুলিয়া উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার বাকির হোসেন মূর্ধার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সহ- সভাপতি মোঃ মোবারক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর হাসান আলী , সাংগঠনিক সম্পাদক এ কে এম রহমতুল্লাহ , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম , তথ্য বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, কার্যকরী সদস্য মোঃ বিল্লাল হোসেন, মোঃ বেলায়েত হোসেন, মোঃ জাবের হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সময় বক্তারা বলেন, আশুলিয়া একটি শিল্পাঞ্চল ও জনবহুল এলাকা।এই এলাকায় দেশের বিভিন্ন জেলার লোকজন বসবাস করে। এই এলাকা থেকে বাংলাদেশ সরকার প্রচুর রাজস্ব আয় করে থাকে। আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধ, বিশ্ববিদ্যালয়, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান, ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন পার্কসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই আশুলিয়া থানাকে উপজেলায় উন্নতকরণ করার দাবী জানান। এসময় তারা আরও বলেন, যেহেতু আশুলিয়া থানা একটি জনবহুল এবং শিল্প এলাকা।তাই এখানে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের বসবাস। বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দাম বেড়ে যাওয়ায় এবং আয় সীমিত হয় তারা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সে-সকল মানুষের কথা চিন্তা করে আশুলিয়া একটি সরকারি হাসপাতাল স্থাপন করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। এছাড়াও আশুলিয়ায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা থেকে আশুলিয়াকে রক্ষা করার জন্য নয়নজুলি খাল অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্যও তারা সরকারের প্রতি দাবী জানিয়েছেন।

পরিশেষে আশুলিয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২৪ উপলক্ষে আগামী ২০ জানুয়ারি এক জরুরী মিটিং এর আহ্বান করা হয়।