ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৪:৫৫ পূর্বাহ্ন

সাভারে ৪ ভুয়া ডিজিএফআই আটক

  • আপডেট: Tuesday, November 26, 2024 - 1:44 pm

এইচ এম সাগর, বিশেষ প্রতিনিধি

সাভারের ডিজিএফআই এর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সাধারন মানুষকে ভয়ভিতি দেখিয়ে টাকা আদায় করায় ৪ ভুয়া ডিজিএফআইএর সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো গোপালগঞ্জের নিতাই মন্ডলের ছেলে হাবিব (৫০), যশোরের মৃত সামাদ বিশ্বাসাসের ছেলে ভুয়া ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান (৫৫), মিরপুর কালাপানি এলাকার মৃত জমির আলীর ছেলে ড্রাইভার মোঃ নাছির (৩৫) ও নড়াইল সদর এলাকার শাকিল শিকদারের ছেলে ও আমার প্রানের বাংলাদেশ পরিত্রকার রিপোর্টার কাদের সিকদার (৪২)।

এঘটনায় তাদের দলনায়ক ইয়াজ উদ্দিন মন্টু ও তার সহযোগী মানিক পলাতক রয়েছে। ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বলেন, ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান পরিচয় দিয়ে আমার কাছে ১ লাখ টাকা চায় আটককৃতরা। আমি বলছি আমার কাছে এতো টাকা নাই ১০ হাজার টাকা আছে। পরে ২০ হাজার টাকা চাইলে আমি ১০ হাজার টাকা দিছি। বাকি টাকা ৭ দিন পরে দিতে বলেন। শামীম নামে অপর ভুক্তভোগী অটো রিক্সার গ্যারেজ মালিক বলেন, আটককৃতরা ডিজিএফআইএর সদস্য পরিচয় দিয়ে অবৈধ অটোরিক্সা কেন চালাই এজন্য ৫ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। আমি আটককৃতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবো। সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ফারুক হোসেন পারভেজ বলেন, জোরপুলে আমাদের কিছু জমি আছে, যেটা আমার দাদার সম্পদ।

আমার এক চাচা ভুয়া ডিজিএফআইদের ঠিক করেছে আমাদের হয়রানি করার জন্য।আটককৃতরা ফোন করে বলেন ঢাকা হেডকোয়ার্টাস থেকে ডিজিএফআইএর অফিসার বলছি, আপনাদের জমি নিয়ে ঝামেলা আছে। সেগুলো ছেড়ে দিতে হবে। আমি বলছি আমার দাদার জায়গা আমি ছেড়ে দিবো কেন। পরে বলে আপনারা আসেন, কাগজপত্র নিয়ে বসেন কাগজপত্রগুলো শর্ট আউট করে দিচ্ছি।

আজকে সকালে ফোন করে আমাদের জমিতে গেছে। নগদ ১ লাখ টাকা চাইছে এবং আমার বাবাকে বলছে ৭ দিনের টাইম দিলাম। এর মধ্যে আমাদের সাথে মিট না করলে আপনাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে। সাভার চামড়া শিল্প নগরী ফাঁড়ির ইনচার্য সিরাজুল ইসলাম সবুজ বলেন, প্রতারনা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়ায় সময় ভুক্তভোগী জনতা, পুলিশ ও ডিজিএফআই সদস্যদের সহযোগীতায় চার জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।