ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

সাভারে সাংবাদিকে মারধরের ঘটনায় থানায় মামলা, গেপ্তার ২

  • আপডেট: Tuesday, May 28, 2024 - 8:44 am

ইউসুফ আলী খান।।

ঢাকার অদূরে সাভারে সাংবাদিক দ্যা ডেইলি স্টার ও নাগরিক টিভির প্রতিনিধি আকলাকুর রহমান আকাশকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) ভোর রাতে সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক আকাশকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আজ ভোরে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এছাড়া গতকাল দুপুরে কারখানার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় সাংবাদিকের ছিনিয়ে নেওয়া মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) এবং লক্ষ্মীপুর জেলার চন্দগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। বর্তমানে তারা সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

উল্লেখ্য, গত রোববার (২৬ মে) সাভার পৌর সভার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক নামের একটি কারখানা চত্বরে তথ্য সংগ্রহের জন্যে গেলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশকে মারধর করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ভুক্তভোগী আকাশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।