ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১:৫৬ অপরাহ্ন

সাভারে সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Tuesday, January 2, 2024 - 8:13 am

সাভার সংবাদদাতা।। সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা এর উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সংস্থাটির নিয়মত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকে। ২ জানুয়ারী মঙ্গলবার সকাল এগারো টায়, চলতি বছরে দুর্দশাগ্রস্ত ও শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনা করে সংস্থাটির কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি হাফিজা আক্তার, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ এইচ এম সাগর, সংস্থাটি সকল সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই মহত কাজকে সাফল্য করে তুলতে আর্থিক সহযোগিতা করেছেন, ঢাকা জেলা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, এস এম জুয়েল মাহমুদ। মোহাম্মদ জীতু সারওয়ার। হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। কাজী মোহাম্মদ হাসনাইন, ফেয়ার ভীষণ কেবল নেটওয়ার্ক এর পক্ষ থেকে, রুহুল আমিন। ব্যাবসায়ী হাজী মোঃ কামাল খান।