ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:৫০ পূর্বাহ্ন

সাভারে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

  • আপডেট: Wednesday, August 2, 2023 - 6:18 pm

এইচ এম সাগর, সাভার থেকেঃ সাভারে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রতিবন্ধী সেবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চামড়া শিল্পনগরী ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার উপস্থিতিতে এ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এসময় সংস্থাটির সভাপতি হাফিজা আক্তার, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, কোষাধ্যক্ষ, এইচ এম সাগর, সংস্থাটির সদস্য বিন্দুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে খুশি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা। সেইসাথে চলাফের সহজ হবে বলে জানান তাদের স্বজনেরা।

প্রতিবন্ধী সাকিবুল হাসানের বাবা খোরশেদ আলম বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট, হুইল চেয়ার কেনার মতো কোনো সামর্থ্য নাই। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম। এখন হুইল চেয়ার পেলাম। কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে। যারা সহযোগিতা করলো আল্লাহ তাদের ভালো করবেন।

চামড়া শিল্পনগরী ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, একজন শারীরিক অক্ষম মানুষকে নিয়ে তার পরিবারকে নানা সমস্যা পোহাতে হয়। তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কষ্টসাধ্য। সে সকল মানুষদের হুইল চেয়ার বিতরণ একটি মহান কাজ। আর এমন কাজে সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থাটি, প্রশংসার দাবি রাখেন। সামনেও এমন মানবিক কাজ আরও হবে বলে আশা করছি।

সংস্থাটির সভাপতি হাফিজা আক্তার বলেন, প্রতিবন্ধী সেবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বরাবরের মতো আজকে ৩ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির চলাফেরায় নানা জটিলতা দেখা যায়। আমরা সে কষ্টে খানিকটা স্বস্তি ফেরাতে এমন উদ্যোগ নিয়েছি।

উপো কৃত শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরা হলেন,
সিরাজগঞ্জের কান্দাপাড়া এলাকার, খোরশেদ আলমের ছেলে সাকিবুল হাসান। বগুড়া ধনুট থানার পীরহাটি এলাকার, রুস্তম আলী মন্ডলের মেয়ে ফাতেমা খাতুন। রংপুর জেলা মিঠাপুর থানার পিরেজপুর এলাকার, মৃত হজরত আলীর স্ত্রী নিলিমা খাতুন। বর্তমান তারা সকলেই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় ভারাবাসায় বসবাস করেন।