ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১২:১২ অপরাহ্ন

সাভারে দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: Tuesday, July 25, 2023 - 11:22 am

এইচ এম সাগর, সাভার প্রতিনিধি: সাভারের আনন্দপুর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট এবং তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি (উত্তর) ঢাকা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকার মো.আলীম উদ্দিন খানের ছেলে মো. আলম খান (৩৮) ও নওঁগার রানীনগর থানা শিমলা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মো. আতিক সরদার (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সাভারের আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম হেরোইন সহ আলম খানকে গ্রেফতার করা হয়। একই সময় ১০০ পিচ ইয়াবাসহ আতিক সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।