ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

সাদুল্লাপুর উপজেলা কালব’র সভাপতি রহুল ও সম্পাদক হারুন

  • আপডেট: Sunday, September 24, 2023 - 2:09 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্র ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন পদে নির্বাচন সাদুল্লাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এদিন রাতে ভোট গণনা শেষে নির্বাচনে মো. রুহুল আমিন গোলাপ ছাতা প্রতীকে ১১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল মোনায়েম ১১৫ ভোট পেয়েছেন। হারুন-অর-রশিদ মিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ভোট ২০৫ পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা আক্তার বই প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়েছে।

সহ-সভাপতি খালেদ বিন আব্দুল আজিজ প্রধান আনারস প্রতীকে ২১৮ ভোট ও ট্রেজারার জেসমিন আক্তার রত্না গরুর গাড়ি প্রতীকে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এরআগে ডিরেক্টর-এর দু’টি পদে মিজানুর রহমান ও খায়রুজ্জামান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।