ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

সাদুল্যাপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট: Saturday, November 4, 2023 - 1:39 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল।।

গাইবান্ধার সাদুল্যাপুরে পুকুর থেকে শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মমান্তিক মূত্যু হয়েছে।

জানাগেছে, ৪ নভেম্বর শনিবার বেলা ২ টার দিকে সাদুল্যাপুর উপজেলার রাঘবেন্দ্রপুর গ্ৰামের শহীদ মিয়ার পুত্র রিওন মিয়া (৮) -রাঘবেন্দ্রপুর গ্ৰামের মিজানুর রহমানের পুত্র তামিম মিয়া (৬) পুকুর থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সংবাদ জানতে পেয়ে স্হানীয়রা পলাশবাড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে সাদুল্যাপুর থানার ওসি সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ডাক্তারী পরীক্ষা শেষে শিশু দুটিকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।