ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

সব জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে কার্যকর

  • আপডেট: Monday, December 1, 2025 - 10:40 am

জাগো জনতা অনলাইন।। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ থেকে বাড়িয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ থেকে বাড়িয়ে ১২০ টাকা ও অকটেনের দাম ১২২ থেকে বাড়িয়ে ১২৪ টাকা করা হয়েছে। আর কেরোসিনের দাম প্রতি লিটার ১১৪ থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।