সফরে খোঁজ নিতে না পারায় দুঃখ প্রকাশসহ সাংবাদিকদের কৃতজ্ঞতা জানালেন জামায়াতের আমির
ডেস্ক রিপোর্ট।। কুমিল্লায় অক্লান্ত পরিশ্রম করে সফর কাভার করায় সাংবাদিকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতের আমির।
আজ শুক্রবার রাতে নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান।
ওই পোস্টে তিনি লেখেন, দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনাদের কঠোর পরিশ্রম আমি দেখেছি, আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুযোগ পেলে একটু বিশ্রাম নেয়ার অনুরোধ। আগামীকাল সবার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।











