ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৯:২৯ অপরাহ্ন

শিরোনাম

সপ্তম দিনেও জমে উঠেছে জাতীয় পিঠা উৎসব

  • আপডেট: Wednesday, February 7, 2024 - 12:52 pm
মাজহারুল ইসলাম : বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে জমজমাট আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পিঠা উৎসব ১৪৩০। উৎসবের সপ্তম দিনেও গ্রাম বাংলা ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠা খেতে স্টলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে সন্ধ্যার পরেই দর্শনার্থীদের ভিড় আরো বেড়ে যায়।
জাতীয় পিঠা উৎসব এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে বাহারি পিঠার সঙ্গে রয়েছে খোলা মাঠে সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একডেমির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা উদযাপন চলছে। এবারের পিঠা উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা ও পার্বত্য এলাকার আদি পিঠা থেকে শুরু করে নগরের বিভিন্ন ধরনের বাহারি পিঠা দিয়ে সাজানো হয়েছে স্টল গুলোকে।
নানা ধরনের মুখরোচক পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করছেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাও। যার মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি,নৃত্য,
একক সংগীত, দলীয় সংগীত ও লালনগীতি।
প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে পিঠার এ উৎসব চলবে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ইং পর্যন্ত।