ঢাকা | জানুয়ারী ২৯, ২০২৬ - ১:২১ পূর্বাহ্ন

শিরোনাম

সততা ও দায়িত্ববোধ শেখাতে পানছড়িতে ব্যতিক্রমী স্টোরের যাত্রা

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 9:19 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্রেতাবিহীন “সততা স্টোর” উদ্বোধন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির অর্থায়নে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে পানছড়ি বাজারস্থ সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-সহকারী পরিচালক মোঃ সরোয়ার হোসেন। তিনি বলেন,
“শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতেই বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে। ছোটবেলা থেকেই সততার চর্চা করলে ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিক্রেতাবিহীন এই সততা স্টোরে শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে নির্ধারিত মূল্য নির্দিষ্ট স্থানে প্রদান করবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতার মানসিকতা গড়ে উঠবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।