ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৪৯ অপরাহ্ন

সংবিধানে উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতির বিধানসহ ৬২ জায়গায় সংশোধন চায় বিএনপি

  • আপডেট: Tuesday, November 26, 2024 - 12:21 pm

জাগোজনতা অনলাইন: পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধন চায় বিএনপি।

আজ মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দিয়েছে দলটি।

সংবিধান সংস্কার কমিশন দায়িত্ব গ্রহণের পরই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোরকে সংস্কার প্রস্তাব পেশ করতে বলেছিলো। সেই আহ্বানের ধারাবাহিকতায়ই আজ বিএনপি তাদের প্রস্তাব পেশ করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাদের প্রস্তাবনার বিষয়ে আজ বলেন, “ক্ষমতার ভারসাম্য আনার জন্যই এসব প্রস্তাবনা করা হয়েছে।”

“বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনীতে আওয়ামী লীগ এনেছিলো, ওগুলোসহ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না, সেই বিধান চেয়েছি। নতুন করে সংসদের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন প্রস্তাবনা দিয়েছি,” বলেন তিনি।

তাদের প্রস্তাবনার মাঝে ত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টিও রয়েছে বলে জানান মি. আহমদ।