ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম

শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবলের উদ্বোধন

  • আপডেট: Saturday, April 20, 2024 - 8:08 pm

নিজস্ব প্রতিবেদক : ‘শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫)’-২০২৪ এর জাতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ও আয়োজক কমিটির সভাপতি ডঃ মহিউদ্দিন আহমেদ।

 

শনিবার(২০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব।

 

এসময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ, শেখ ফজিলাতুন্নেছা ফুটবল কাপ টুর্নামেন্টসহ বয়স ভিত্তিক শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আসা করি জাতীয় পর্যায়ের এসকল টুর্নামেন্ট দেশের প্রতিটি জেলা থেকে বিভাগে প্রভাব ফেলবে।

 

তিনি আরও বলেন, শনিবার থেকে সোমবার পর্যন্ত আগামী ৩ দিনের দেশের প্রতিটি বিভাগ একে অপরের সাথে মুখোমুখি হবে, যারা সবাইকে হারাতে পারবে তারাই বিজয়ী দল হিসেবে নির্বাচিত হবে। এছাড়াও আগামী সোমবার বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।