ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ৮:৫৪ অপরাহ্ন

রুমা বাজার কমিটির সভাপতি হলেন খলিলুর রহমান ও সম্পাদক জসিম উদ্দিন

  • আপডেট: Tuesday, September 10, 2024 - 2:42 pm

জমির উদ্দিন, বান্দরবান।। 

রুমা বাজার কমিটি নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি হয়েছে খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছে জসিম উদ্দিন।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে শুরু হয়ে দুপুর ২.৩০ টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনটি রুমাল জোনের সার্বিক তত্ত্বাবধানে শেড মায়া কুঞ্জের ২য় তলায় অনুষ্ঠিত হয়।

নির্বচানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেজর মোঃ মেহেদী আলম সরকার, পিএসসি, উপ-অধিনায়ক, ৩৬বীর, রুমা জোন, ক্যাপ্টেন শাহরিয়ার হোসেন সজীব, এসপিপি, ২৮বীর, রুমা জোন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবির হোসেন, রুমা বাজার আর্মি ক্যাম্প ইনচার্জ।

নির্বাচনে মোট ২৯৫ ভোটের মধ্যে ২৪৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে খলিলুর রহমান সভাপতি পদে-১৬০ ভোট, মোঃ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে-১৮০ ভোট এবং সাধন বড়ুয়া কোষাধ্যক্ষ পদে-১৭৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন।