ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা 

  • আপডেট: Thursday, January 29, 2026 - 11:05 pm
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. খালেক পাটোয়ারী।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা, ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ মুফতী মাওলানা আ. রউফ, সেক্রেটারি ডা এস এম মনসুর আলী, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব হোসেন আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সেক্রেটারি রাশিদুল হাসান মিরণ, পৌর জামায়াতের সহ সেক্রেটারি মনিরুল ইসলাম জাফর, আর টি এস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক খান জুবায়ের, রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হায়দার আলী আব্বাসী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ রিয়াদ,
রায়গঞ্জ থানা আনসার বাহিনীর কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. খালেক পাটোয়ারী বলেন, আমরা যদি একটি সর্বোচ্চ সুন্দর নির্বাচন। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমারা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজে লাগবো। যাতে কোন অপরাধী কোন সমস্যা তৈরি করতে না পারে।