ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রামগড়ে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, January 24, 2026 - 6:41 pm

রামগড় প্রতিনিধি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের রামগড় উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ২২ জন প্রিজাইডিং অফিসার ও ৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
রামগড়ের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এতে সভাপতিত্ব করেন।
খাগড়াছড়ি জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত কর্মশালার শুরুতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কাইসার, জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল হক নূরী।