ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:28 pm

রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটির রাজস্থলীতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় জলবায়ু–সংবেদনশীল রোগ, রোগের বিস্তার এবং স্থানীয় ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. সৌমন্দ্র বড়ুয়া, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, ফার্মাসিস্ট সুজন প্রমুখ।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের পক্ষে প্রকল্প কর্মকর্তা সঞ্চয় চাকমা তাঁর প্রেজেন্টেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন কীভাবে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে তা তুলে ধরেন।
তিনি জানান, ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, ঘন ঘন বন্যা–ঝড়, পরিবেশগত অবক্ষয় এবং ঋতুচক্রের পরিবর্তনের কারণে ভেক্টর–বাহিত রোগ (ডেঙ্গু, ম্যালেরিয়া), পানিবাহিত রোগ, শ্বাসতন্ত্রের রোগ, মা–শিশু স্বাস্থ্য সমস্যা, নন–কমিউনিকেবল ডিজিজ এবং তাপমাত্রাজনিত অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রাথমিক শনাক্তকরণ, নিরাপদ পানি, স্যানিটেশন, সচেতনতা এবং কমিউনিটি–ভিত্তিক অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে জরুরি প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন মাঠ সংগঠক সুখিন চাকমা ও সুমন চাকমা।