ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৪:৩৩ পূর্বাহ্ন

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Monday, April 8, 2024 - 11:37 am

মোঃ হাবীব আজম, রাঙামাটি: রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ সোমবার (০৮ এপ্রিল) দুস্থ জনগণের মাঝে ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি রিজিয়ন কমান্ডারের উদ্যোগে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।