ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৯:১৫ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে পুলিশের কার্যক্রম শুরু

  • আপডেট: Friday, August 9, 2024 - 3:05 pm
মো: হাবীব আজম, রাঙামাটি:
দেশের অস্থিরতা মুহূর্ত কাটিয়ে বাংলাদেশ পুলিশ আবারও তাদের কাজ শুরু করেছে। রাঙামাটিতেও কর্মস্থলে ফিরেছে পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) থেকে পুলিশের অপারেশন কাজ শুরু হয়েছে বলে জানান রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।
ওসি বলেন, আমাদের অপারেশন কর্মকাণ্ড শুরু হয়েছে। আমরা আমাদের কর্মজীবনে ফিরে এসে অপারেশন কাজ শুরু করেছি।
থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করতে শুরু করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, কম্পিউটার স্থাপনসহ কর্মকর্তারা থানার নিজ দায়িত্ব পালন করতে শুরু করেছেন, অচিরেই সকল কিছু কাটিয়ে উঠে পূর্ণাঙ্গভাবে থানার কার্যক্রম শুরুসহ জনগণকে সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন থানায় কর্মকর্তরা।
এদিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে।