ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৩:৫৯ পূর্বাহ্ন

রাউজানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Monday, February 5, 2024 - 12:02 pm
শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে কৃষি জমির মাটি কাটায়
মোহাম্মদ আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এ সময় সহকারি কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারি পরিচালক মোহাম্মদ আফজারুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে রাউজান থানা পুলিশ, আনসার সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা জানান, কৃষি জমির যাতে অপব্যবহার না হয় সেই বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।