ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:০৬ অপরাহ্ন

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট: Wednesday, August 2, 2023 - 9:03 am

নিজস্ব প্রতিবেদক: জনসভায় যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ বুধবার (০২ আগস্ট) দুপুরে হেলিকপ্টারে রংপুর পৌঁছান তিনি।

বিকেল ৩টায় জিলা হাইস্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

তবে জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মহানগরী। ১ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, জনসভা হবে মানুষের জনসমুদ্র, যেখান থেকে আগামী নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।