ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৬:২৯ অপরাহ্ন

শিরোনাম

যৌথ বাহিনীর নিরাপত্তায় ভোট হবে শান্তিপূর্ণ — জুঁই চাকমা

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 2:23 pm

আহমদ বিলাল খান, রাঙামাটি প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিলাইছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার জিবতলী ও মগবান ইউনিয়নে লিফলেট বিতরণ, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং বিলাইছড়ি বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় জুঁই চাকমা বলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের দল। এই দল কখনো দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতি করে না। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনগণের রাষ্ট্রব্যবস্থা।

তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনী মাঠে নামবে—এটি একটি ইতিবাচক দিক। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটকেন্দ্রে গিয়ে কোদাল মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জুঁই চাকমা আরও বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণ যদি আমাকে সংসদে পাঠায়, তাহলে যুব সমাজকে সঙ্গে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়ে তুলব।

বিলাইছড়ি উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে সবার আগে এই মৌলিক খাতগুলোর উন্নয়ন নিশ্চিত করব। কিছু দুর্নীতিবাজ চক্র আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের প্রলোভন দেখাচ্ছে। কিন্তু তারা জানে—বিপ্লবী রাজনীতির সঙ্গে আপস হয় না।

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাঙামাটিকে এগিয়ে নিতে হলে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। এক দেশে দুই নীতি চলতে পারে না।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, নেনশন চাকমা, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, এছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।