ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

যে কারণে ভারতের সঙ্গে খারাপ সম্পর্কের ইঙ্গিত দিলেন আসিফ মাহমুদ

  • আপডেট: Thursday, August 22, 2024 - 8:40 am

 

জাগোজনতা অনলাইন।। কারণ জানিয়ে ভারতের সঙ্গে খারাপ সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সতর্ক করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশকে না জানিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে।

বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে সতর্ক করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেছেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে।’

এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশে ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদের বেশ কয়েকটি জেলা। প্রবল বেগে পানি প্রবেশ করে একের পর এক জনপদ ডুবে যাচ্ছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। একই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।